ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বল এখন স্বয়ং পি টি ঊষা-র কোর্টে। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের নীতি নির্দেশিকা ত্রিপুরার কে অক্ষরে অক্ষরে পালন করবেন তার ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষায়। দিল্লিতে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ বৈঠকে সোমবার ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের কাছে প্রেরিত আমন্ত্রণ বার্তা অনুযায়ী চেয়ারম্যান রতন সাহা, জেনারেল সেক্রেটারি সুজিত রায় এবং জয়েন্ট সেক্রেটারি লিটন সাহা উপস্থিত ছিলেন। সার্বিক বিষয় ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি তথা পদ্মশ্রী পি টি ঊষা অবহিত হন। এবং অতি শীঘ্রই ইন্ডিয়ান অলিম্পিক এসোসিয়েশনের সর্বসম্মতি ক্রমে গৃহীত সিদ্ধান্ত জানানো হবে। ত্রিপুরার প্রতিনিধিবর্গ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের এই গুরুত্বপূর্ণ বৈঠকের পাশাপাশি কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের সদস্য এবং অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার কার্যকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেন। ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।
2024-04-29