নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি. স.): সন্দেশখালির ঘটনা নিয়ে আবারও তৃণমূলকে নিশানা করলেন বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা।
রবিবার তিনি সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তায় তৃণমূলকে নিশানা করে বলেন, সন্দেশখালিতে নারীদের মর্যাদা ও সম্ভ্রম রক্ষায় যাওয়া তদন্তকারী সংস্থার আধিকারিকদের ওপরও হামলা হয়েছে। বাংলায় আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। এনএসজি কমান্ডোদের আসতে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে।
তিনি বলেন, মমতা দিদি বাংলাকে কীসে পরিণত করেছেন? যেখানে রবীন্দ্রসঙ্গীতের সুর শোনা যেত, সেখানে এখন বোমা-বন্দুকের আওয়াজ শোনা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় অরাজকতা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি।