কলকাতা, ২৮ এপ্রিল(হি.স.): রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স খেলবে রয়েল চ্যালেঞ্জারস বাঙ্গালুরুর সঙ্গে।এই ম্যাচের আগে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩৫ রানে জয় পেয়েছে আরসিবি। আর জিটি তার শেষ খেলায় দিল্লি ক্যাপিটালসের কাছে ৪ রানে হেরেছে।এদিনের ম্যাচের আগে জেনে নিন হেড-টু-হেড পরিসংখ্যানে কোন দল এগিয়ে রয়েছে।
আইপিএলে জিটি বনাম আরসিবি হেড-টু-হেড:
**খেলা হয়েছে : ৩টি
**জিটি জিতেছে: ২টি
**আরসিবি জিতেছে: ১টি
**শেষ ফলাফল: জিটি ৬ উইকেটে জিতেছে (২০২৩)
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই প্রথম মুখোমুখি হবে দুই দল।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলে জিটি সার্বিক রেকর্ড:
**ম্যাচ হয়েছে: ১৪টি
**জিটি জিতেছে: ৮টি
**জিটি হেরেছে: ৬টি
**শেষ ফলাফল: ডিসির কাছে ছয় উইকেটে হেরেছে (২০২৪)
**জিটি সর্বোচ্চ স্কোর: ২৩৩/৩ বনাম মুম্বই ইন্ডিয়ান্স (২০২৩)
**জিটি সর্বনিম্ন স্কোর: ৮৯ বনাম ডিসি (২৯১৪)।