আগরতলা, ২৭ এপ্রিল: স্বামীর নির্যাতনে শিকার হয়ে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে গৃহবধূ।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, চৌদ্দ বছর আগে কমলপুরের কুচাইনালা এলাকার বাসিন্দা কৃষ্ণ মালাকারের সাথে হেমন্তী দাসের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে আসত স্বামী।তারপর স্ত্রীর উপর নির্যাতন চালাতেন স্বামী কৃষ্ণ মালাকার।
পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, স্বামী ও শাশুড়ি মিলে হেমন্তী দাসের উপর নির্যাতন করত। এরই মধ্যে স্বামী কৃষ্ণ মালাকার ঘরের দরজা বন্ধ করে বেধড়ক ভাবে মারধর করে স্ত্রী হেমন্তী দাসকে। এতে গুরুতর আহত হয় সে। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে।
সেখান থেকে তাকে আশঙ্কা জনক অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কমলপুর হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন হেমন্তী দাসের গলায় দায়ের কোপ রয়েছে। বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হেমন্তী দাস। পুলিশ অভিযুক্ত স্বামী কৃষ্ণ মালাকারকে গ্রেপ্তার করেছে।