আগরতলা, ২৭ এপ্রিল : মুখ্যমন্ত্রীর উদ্যোগে আইজিএম চৌমুহনীতে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে জল এবং ফল বিতরণ করা হয়েছে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্যে তীব্র তাপ প্রভাবের সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। এই সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় সর্বাধিক তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি লক্ষ্য করা যেতে পারে বলে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। পাশাপাশি রাজ্যবাসীকে নিজেদের শরীরের প্রতি যত্নবান হতে আহবানও করা হয়েছে। এদিকে ছাত্র-ছাত্রীদের তীব্র তাপ প্রবাহ থেকে রক্ষা করতে চার দিনের ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।
আজ গ্রীষ্মের তীব্র তাপ প্রবাহ থেকে কিছুটা রক্ষা করতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহার উদ্যোগে আইজিএম চৌমুহনীতে পথ চলতি মানুষের মধ্যে জল এবং ফল বিতরণ করা হয়েছে।এদিকে তীব্র গরমের দাবদাহ থেকে নিস্তার পেতে আজ ভারতীয় জনতা পার্টির ৯নং বনমালীপুর মন্ডলের ৩১নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত ঠান্ডা পানীয় শরবত বিতরনে অংশ গ্রহণ করেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য। তাছাড়া, ভারতীয় জনতা পার্টির ৮ টাউন বড়দোয়ালী মন্ডলের অন্তর্গত ২০ নং ওয়ার্ডের পক্ষ থেকে পথ চলতি মানুষদের মধ্যে ঠান্ডা পানীয় শরবত বিতরনে অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন মেয়র দীপক মজুমদার।

