পাটনা, ২৭ এপ্রিল (হি.স.) : দ্বিতীয় দফার ভোটের পর বিজেপির লোকজন হতাশায় ভুগছে। ভারতীয় জনতা পার্টিকে একহাত নিয়ে এই মন্তব্য করলেন আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তিনি বলেছেন, জনতা বলছে, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কোনও বিষয় নিয়ে কথা বলা কঠিন, চাকরি পাওয়া কঠিন, উন্নয়ন নিয়ে কথা বলা কঠিন।
শনিবার পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী যাদব বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী এতটাই মিথ্যা বলেছেন যে, দেশের মানুষ আর সহ্য করতে পারছেন না… তিনি (প্রধানমন্ত্রী মোদী) শিক্ষা, ওষুধ, আয়, সেচ, কৃষক, কর্মসংস্থান নিয়ে কথা বলেন না… প্রথম দফাতেই ‘৪০০ পার’ ছবিটি ফ্লপ হয়েছে। দ্বিতীয় দফায় ছবিটি মোটেও চলেনি।”