ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। শাহরুখ, চিরঞ্জিতের দুর্দান্ত বোলিং। শতদল কুপোকাৎ, অল্পতেই নক আউট। ৮ উইকেটে সহজ জয় ছিনিয়ে সংহতি তপন স্মৃতি ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে জয়নগর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে। আরও ঘটনা, তপন স্মৃতি নক আউট ক্রিকেট টুর্ণামেন্টে এগারোর পরিবর্তে নয়জন ক্রিকেটার খেললো শতদল সংঘের পক্ষে। নজিরবিহীন ঘটনা। এগারোর পরিবর্তে নয়জন ক্রিকেটার খেললো শতদলের হয়ে। বিপক্ষ শিবির সংহতি ক্লাব। পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে এই ম্যাচে সংহতি শিবির দাপট খাটিয়ে ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো শতদল সংঘকে। ৫০ ওভারের ম্যাচে মাত্র ৯.৩ ওভার খেললো শতদল সংঘ। এতে ৮ উইকেট হারিয়ে দলের স্কোর পৌঁছায় মাত্র ২৮ রানে। একমাত্র সফল ব্যাটসম্যান বলতে ভিকি সাহা। তার ব্যাট থেকে দল পেলো ১১ রান। আর একজন ব্যাটসম্যান ও দুঅংকের স্কোর গড়তে পারেনি। বলে সংহতির পক্ষে শারুখ হোসেন ১৯ রানে ৪টি, চিরঞ্জিত পাল ৩ রানে ৩টি এবং পূজন দেবনাথ ৬ রানে ১ টি উইকেট ভেঙে দেয় শতদলের। পাল্টা খেলতে নেমে সংহতি দল মাত্র ৭.৫ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের রান হাসিল করে নিলো। বিজয়ী দলের হয়ে পূজন দেবনাথ ১১, অয়ন রায় ৮, শারুখ হোসেন ৮ রানে অক্ষত থেকে দলকে জয় এনে দিতে সক্ষম হলো। দুর্দান্ত বোলিং এর স্বীকৃতি হিসেবে শাহরুখ হোসেন পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।
2024-04-26