নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল: শুক্রবার পূর্ব লোকসভা আসনের ভোট দান পর্ব। এই আসনে বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছিল কৃতি সিং দেববর্মনকে। শুক্রবার সন্ধ্যায় প্রদেশ বিজেপির তরফে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের তীব্র দাবদাহকে উপেক্ষা করে ভোট দান করায় ভোটার সহ ভোট কর্মী এবং প্রশাসনিক কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রিস সুশান্ত চৌধুরী সহ প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী।
প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন, এই আসনে পশ্চিম আসনের ন্যায় ভোটাররা উৎসবের আমেজের ভোট দিয়েছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। তিনি বলেন বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে গড়ে ৭৯.৫৫ শতাংশ। বহু কেন্দ্রে পাঁচটার পরেও ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। প্রায় দশ হাজার পাঁচশো একানব্বই জন ভোটারকে টোকেন দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। সেই হিসেবে পূর্ব ত্রিপুরার লোকসভা আসনে রেকর্ড সংখ্যক ভোট হয়েছে বলে দাবি করেন তিনি। স্বদেশ বিজেপি সভাপতি আরও বলেন, গোটা রাজ্যে পূর্ব ত্রিপুরা আসনে সবচেয়ে বেশি ভোট পড়েছে সাব্রুমে। সাবরুম বিধানসভায় ৮৫.৬৪ শতাংশ ভোট করেছে। পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রদেশ বিজেপি আরো বলেন, বেশ কিছু জায়গা থেকে ছোটখাটো অভিযোগের খবর প্রদেশ বিজেপির কানেও এসে পৌঁছেছে। প্রদেশ বিজেপির তরফে এই অভিযোগগুলি পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট লোকসভা এলাকার রিটার্নিং অফিসারের গোচরে আনা হয়েছে, এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন রাজ্যে প্রায় ৮০% এর উপর পূর্ব ত্রিপুরা আসনে ভোটদান হয়েছে। তাই কিছু সংখ্যক ভোটার সেখানে ভোট বয়কট করে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইলে কিছু করার নেই, এ বিষয়গুলিকে পরে খতিয়ে দেখা হবে। তিনি আরো বলেন বিরোধীরা অভিযোগ তুলবেই। এগুলি হচ্ছে শিশুসুলভ আচরণ। কিন্তু রাজ্যের দুটি লোকসভা আসনে প্রচারের সময়েই জনসমর্থন লক্ষ্য করা গেছে। তাই বিরোধীদের অভিযোগের ফলে কোন কিছুই পরিবর্তন হবে না। মানুষ বিজেপির সঙ্গে রয়েছে। আর লোকসভা নির্বাচনের ফলাফলে রাজ্যের দুটি আসনেই বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য।