কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.) : শুক্রবার কলকাতার ইডেন গার্ডেনে পঞ্জাব কিংস খেলবে কেকেআরের সঙ্গে। টানা চারটি হার থেকে ফিরে আসার জন্য পঞ্জাব এদিন লড়বে। আগের ম্যাচে আরসিবির কাছে এক রানে জিতেছে কেকেআর। শুক্রবার তাঁরা জয়ের ধারা অব্যাহত রাখতে চেষ্টা করবে। ম্যাচের আগে হেড-টু-হেড পরিসংখ্যানে কারা এগিয়ে।
আইপিএলে কেকেআর বনাম পিবিকেএস হেড-টু-হেড:
**ম্যাচ হয়েছে: ৩১টি
**কলকাতা নাইট রাইডার্স জিতেছে: ২১টি
**পঞ্জাব কিংস জিতেছে: ১১টি
**শেষ ফলাফল: কলকাতা নাইট রাইডার্স ৫ উইকেটে জিতেছে (২০২৩)
ইডেন গার্ডেনে আইপিএলে কেকেআর বনাম পিবিকেএস হেড টু হেড:
**খেলা হয়েছে: ১২টি
**কলকাতা নাইট রাইডার্স জিতেছে: ৯টি
**পঞ্জাব কিংস জিতেছে: ৩টি
**শেষ ফলাফল: কলকাতা নাইট রাইডার্স ৫ উইকেটে জিতেছে (২০২৩)।
অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএলে কেকেআর সার্বিক রেকর্ড:
**ম্যাচ হয়েছে: ৮৫টি
**কলকাতা নাইট রাইডার্স জিতেছে: ৫০টি
**কলকাতা নাইট রাইডার্স হেরেছে: ৩৫টি
**ফলাফল হয়নি: ২টি
**শেষ ফলাফল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ১ রানে হারায় (২০২৪)
**কলকাতা নাইট রাইডার্সের সর্বোচ্চ স্কোর: ২৩২/২(২০) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (২০১৯)
**কলকাতা নাইট রাইডার্স সর্বনিম্ন স্কোর: ১০৮(২০) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (২০১৮)