ঢাকা, ২৬ এপ্রিল (হি.স.): গরমের রেকর্ড গড়ছে বাংলাদেশ। বাংলাদেশের চুয়াডাঙ্গার শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৪২.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বৈশাখের শুরু থেকেই কখনও মৃদু থেকে মাঝারি আবার কখনও তীব্র তাপপ্রবাহ থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে চলছে চুয়াডাঙ্গার ওপর দিয়ে। চলতি মরশুমে সব রেকর্ড ভেঙে এ জেলার তাপমাত্রা দাঁড়িয়েছে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াসে।
তাপপ্রবাহ বইছে তীব্র। টানা তাপদাহে অতিষ্ঠ সীমন্তবর্তী জেলার মানুষ। অসহ্য গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছে সবাই। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুর তিনটায় চুয়াডাঙ্গার আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার ৪২ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে। এই সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ১১ শতাংশ। যা দুপুর তিনটা পর্যন্ত সারাদেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা।
রোদের প্রখরতা এতা বেশি যে রাস্তার পিচ গলতে শুরু করেছে। গরম বাড়ার সাথে সাথে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল-সহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। এ সব ভর্তি হওয়া রোগীর ভিতরে শিশুর সংখ্যায় বেশি।