নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): দিল্লির পাণ্ডব নগর এলাকায় একটি ঘর থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধারকে ঘিরে এমনিতেই রহস্য তৈরি হয়েছিল। শনিবার পাণ্ডব নগর এলাকার শশী গার্ডেনে একটি ঘর থেকে দুই শিশুর দেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘরেই মেঝেতে সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিলেন ওই দুই শিশুর মা।
পরে আনন্দ বিহার রেলস্টেশন থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ওই দুই শিশুর বাবাকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই দুই শিশুর বাবা ৪২ বছর বয়সী শ্যাম গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার থেকে ঘরও বন্ধ ছিল। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।