হুগলি, ২০ এপ্রিল (হি. স.) : নরেন্দ্র মোদীর সৈনিক ভারতীয় জনতা পার্টির প্রার্থী কবির শঙ্কর বোস শনিবার শ্রীরামপুরে প্রচারে এসেছিলেন। এদিন তিনি সাফাই কর্মীদের পা ধুয়ে তাদের থেকে আশীর্বাদ নিলেন।
প্রসঙ্গত, শনিবার শ্রীরামপুর লোকসভা আসনের চাঁপাদানী এলাকায় প্রচারে বেরিয়েছিলেন কবির। এসময় তিনি কয়েকজন মহিলাকে রাস্তা পরিষ্কার করতে দেখেন। বিজেপি প্রার্থী সেখানে পৌঁছে সেই সাফাই কর্মীদের পা ধুয়ে সম্মান জানান। এ প্রসঙ্গে কবির বলেন, চাঁপাদানীতে নির্বাচনী প্রচারণার সময় সাফাই কর্মী এই মা-বোনদের সঙ্গে দেখা করেছি। আমাদের মা যেমন আমাদের ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে, তেমনি এই পরিচ্ছন্নতাকারী মা-বোনেরা আমাদের সমাজ ও আশেপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে। তাই তাদের কাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার পা ধুয়ে আশীর্বাদ নিলাম।