মালদা, ২০ এপ্রিল (হি.স.) : “কেন ১০০ দিনের কাজ বন্ধ? কেন সংসদে প্রশ্ন তোলেননি? আপনি কোথায় ছিলেন? কংগ্রেস কোথায় ছিল?’’ শনিবার মালদার গাজোলে মহাবিদ্যালয়ের মাঠে জনসভায় দাঁড়িয়ে এই সব প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপর স্থানীয় বিজেপি প্রার্থীর নামোল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “খগেনবাবু, আপনাকে ভোট দিতাম যদি আপনি বাংলার হয়ে আওয়াজ তুলতেন।” মালদা উত্তরের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এদিন প্রচার করেন মমতা। পাশাপাশি এদিন তীব্র গরমে দীর্ঘমেয়াদি ভোট নিয়ে ফের নির্বাচন কমিশন এবং বিজেপিকে আক্রমণ করেন তৃণমূলনেত্রী।
তিনি বলেন, ‘কাঠফাটা রোদ। প্রতি বার এই সময়ে ভোট ফেলা হয়। অন্যান্য বার মে মাসের মধ্যে ভোট শেষ হয়ে যায়। এবার জুন অবধি চলবে। কাকে সুবিধা করিয়ে দেওয়ার জন্য?