কলকাতা, ১৯ এপ্রিল (হি.স.): বৃহস্পতিবার পঞ্জাব কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের পর বিরাট কোহলি (৩৬১/৭) আইপিএল রান-স্কোরার হিসাবে সবার উপরে রয়েছেন।
রিয়ান পরাগ (৩১৮/৭) দ্বিতীয় স্থানে থাকা অব্যাহত রেখেছেন। তৃতীয় স্থানে উঠে এসেছেন রোহিত শর্মা (২৯৭/৭)। কেকেআর অলরাউন্ডার সুনীল নারিন (২৭৬/৬) চতুর্থ স্থানে ও সঞ্জু স্যামসন (২৭৬/৭) পঞ্চম স্থানে রয়েছেন।