ফুলবাড়ি, ১৮ এপ্রিল (হি. স.) : জলপাইগুড়ির ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকায় পরিত্যক্ত বিল্ডিং থেকে পচাগলা দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পরবর্তীতে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অতনু কর (৪৮)। তিনি দীর্ঘদিন ধরে এসে ফুলবাড়ির রাজীব নগর এলাকায় ভাড়া থাকতেন। যদিও তাঁর আসল বাড়ি বীরপাড়ায় বলে জানিয়েছে পুলিশ। ফুলবাড়িতে মায়ের সঙ্গেই থাকতেন অতনু। প্রায় দেড় থেকে দুই মাস আগে হঠাৎ নিখোঁজ হয়ে যায় অতনু। বেশ কিছুদিন অপেক্ষা করার পর অতনুর মা বীরপাড়ায় চলে যান। এরপর আজ, বৃহস্পতিবার মৃত্যুর খবর পেয়ে বীরপাড়া থেকে ফুলবাড়িতে আসে অতনুর পরিবার। এলাকায় নিজেকে ফিজিওথেরাপিস্ট হিসেবে পরিচয় দিতেন অতনু। কয়েক মাস আগে ঋণে জর্জরিত হয়ে যান তিনি। এরপর হঠাৎ একদিন এলাকা থেকে উধাও হয়ে যান অতনু। পরনে কালো প্যান্ট ও পায়ে জুতো ছিল অতনুর। মৃতদেহের পাশে একটি কালো ব্যাগ উদ্ধার হয়। ব্যাগের ভেতর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বই পাওয়া যায়। এই সমস্ত সামগ্রী থেকেই তাঁর পরিচয় উদ্ধার হয়। অতনু আত্মহত্যা করেছে নাকি এটি খুনের ঘটনা এই নিয়ে সন্দেহ রয়েছে এলাকায়। এই বিল্ডিং-এর আশপাশে রয়েছে বড় মাঠ। স্থানীয় লোকজন সেই মাঠে গোরু চরাতে আসেন। সেরকমই কয়েকজন এদিন সকালে মাঠে গোরু ছেড়ে যান। দুপুর নাগাদ মাঠে গোরু না পেয়ে খুঁজতে বের হন তাঁরা। বিল্ডিংটির কাছাকাছি আসতেই নাকে দুর্গন্ধ আসে। দুর্গন্ধের সূত্র ধরে বিল্ডিং-এর ভেতরে যান কয়েকজন। এরপর এই ঘটনা দেখে আশপাশের মানুষকে খবর দিলে ভিড় জমে যায় ঘটনাস্থলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।