আগরতলা, ১৭ এপ্রিল : পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ১৯ এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে।আজ উমাকান্ত স্কুলে ভোট কর্মীরা ভোটের সামগ্রী গুছিয়ে নিচ্ছেন।আগামীকাল দায়িত্বপ্রাপ্ত ভোট কর্মীরা ভোট সামগ্রী নিয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে যার যার ভোট কেন্দ্রে পৌঁছবেন।ভোট কর্মী সহ নিরাপত্তা কর্মীরা গন্তব্যেস্থলের উদ্দ্যেশে রওনা দেবেন।
শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাজ্যে মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী।

