আগরতলা, ১৫ এপ্রিল : ভোটারদের ভোটাধিকার কে সুরক্ষিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন সর্বদা তাদের পাশে থাকবে। সোমবার লোকসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে মহাকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানাবিধ কর্মসূচি।
যার অঙ্গ হিসাবে আজ সাব্রুমের মহকুমা শাসকের অফিসের সামনে থেকে ভোটে নিযুক্ত কর্মীবৃন্দদের নিয়ে গোটা মহকুমা এলাকা অর্থাৎ ৩৯ মনু বিধানসভা কেন্দ্র এবং ৪০ সাব্রুম বিধানসভা কেন্দ্র এলাকায় এক বাইক রেলির আয়োজন করা হয়। উক্ত বাইক রেলিতে তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার শিবজ্যোতি দত্ত, মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার।
ভোটারদের ভোটাধিকার কে সুরক্ষিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন সর্বদা তাদের পাশে থাকবে এই বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সুবিশাল বাইক রেলি বলে জানা যায়।

