বাগডোগরা, ১৫ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। তাঁর মতে, পশ্চিমবঙ্গে দুর্নীতির নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। সোমবার সকালে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ ঠাকুর বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অধীনে পশ্চিমবঙ্গ কীভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আশ্রয়স্থল হয়ে উঠেছে এমন অনেক উদাহরণ রয়েছে।”
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর আরও বলেছেন, “পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকের তলায় সব ধরনের মানুষ, যারা দেশবিরোধী শক্তি, নারীর প্রতি অত্যাচার করে এবং দুর্নীতি করে তারা সুরক্ষা পেয়ে থাকে। পশ্চিমবঙ্গে দুর্নীতির নতুন রেকর্ড তৈরি হয়েছে। সন্ত্রাসীরা পশ্চিমবঙ্গ অথবা বেঙ্গালুরুতে ঘটনা ঘটাক না কেন, তারা শুধু পশ্চিমবঙ্গেই সুরক্ষা পায় কেন?”