কলকাতা, ১৫ এপ্রিল (হি.স.) : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর আধিকারিকদের অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোমবার মূলত এই ঘটনার জন্য বিজেপির ওপর কড়া আক্রমণ শানান। তিনি বলেন, বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলিকে অপব্যবহার করে আমাদের হয়রানি করছে কিন্তু তাতে কোনও লাভ হচ্ছে না। কোচবিহারের রাসলীলা ময়দানে এক জনসভায় ভাষণে মমতা বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার পরীক্ষা করা হচ্ছে। বলা হচ্ছে, এই হেলিকপ্টারে সোনা ও টাকা নিয়ে যাচ্ছে অভিষেক। আমরা এইসব কাজ করি না বলেও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন যে প্রধানমন্ত্রী মোদী জলপাইগুড়িতে এসেছিলেন কিন্তু ঝড়ে ক্ষতিগ্রস্থদের কোনও সাহায্য তিনি করেননি। বিজেপি সবচেয়ে বড় ডাকাত দল। তিনি বিজেপির কাছে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। তিনি বলেন, বাংলায় কোথায় কোথায় কত দুর্নীতি হয়েছে সেখানে কমিশনের রিপোর্ট প্রকাশ করতে হবে। তিনি বিজেপির ইস্তেহারকে উপহাস করে বলেন যে এটি মিথ্যার ইস্তেহার।

