বেগুসরাই, ১৫ এপ্রিল (হি.স.): উত্তর-পূর্ব দিল্লি সংসদীয় কেন্দ্র থেকে কানহাইয়া কুমারকে লোকসভার টিকিট দেওয়ার বিষয়ে কংগ্রেসকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। সোমবার গিরিরাজ বলেছেন, কংগ্রেসের কাছে প্রার্থীর অভাব রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “তাঁরা (কংগ্রেস) উপেক্ষিত লোকজনকে নিয়ে লড়াই করছে। তাঁরা যে কোনও জায়গা থেকে যে কাউকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। মনোজ তিওয়ারিকে কেউ হারাতে পারবে না।”
কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, বিজেপির নির্বাচনী ইস্তেহারে কর্মসংস্থান এবং মূল্যবৃদ্ধির বিষয় অনুপস্থিত, এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, “রাহুল গান্ধীর এটা জানা উচিত, ইউপিএ সরকারের আমলে মূল্যবৃদ্ধি দ্বিগুণ ছিল এবং বিজেপি সরকারের শাসনকালে তা ৫-এর নিচে। তিনি এটা বুঝতে পারছেন না। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারেনি কংগ্রেস, প্রথমে অটল বিহারী বাজপেয়ী মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করেছিলেন এবং তারপর নরেন্দ্র মোদী ইউপিএ সরকারের চেয়েও বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের সময়েও তা নিয়ন্ত্রণ করেছেন।”