আগরতলা, ১৫ এপ্রিল : নেশাগ্রস্ত অবস্থায় স্কুটি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে যুবক।সাথে সাথে তাঁকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বতর্মানে তিনি আশঙ্কাজনক অবস্থাযা হাসপাতালে ভর্তি আছেন।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ বড়দোয়ালী উড়ালপুরে স্কুটি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে মিলন চক্র সমরজিৎ লস্কর (৩৬)। জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল।