আগরতলা, ১৪ এপ্রিল: আইজিএম হাসপাতালে কর্মরত ফার্মাসিস্ট প্রদীপ কুমার ঘোষ কে নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করার অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের তদন্তে প্রদীপ কুমার ঘোষ এর বিরুদ্ধে একটি বিশেষ রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারে অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনী আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়। স্বাস্থ্য পরিষেবা দপ্তরের অধিকর্তা স্বাক্ষরিত এক আদেশ অনুসারে প্রদীপ কুমার ঘোষ কে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

