ভারতরত্ন ড. বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী উদযাপিত


আগরতলা, ১৪ এপ্রিল: সারা দেশে সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে সংবিধান প্রণেতা ভারতরত্ন ড. বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী। আজ আগরতলা উজ্জয়ন্ত প্রসাদে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।

এদিন তিনি বলেন, দেশের বিভিন্ন ভাষাভাষী, জাতি-ধর্মের মানুষের কথা মাথায় রেখেই ড. বি আর আম্বেদকর এই সংবিধান রচনা করেছিলেন। সংবিধানের প্রতিটি কথা আজও সমান প্রাসঙ্গিক।

পাশাপাশি এদিন তিনি রাজ্যবাসীকে বাংলা শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।