নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১২ এপ্রিল: আইসক্রিম বিক্রির নাম করে মালিকের কাছ থেকে সাইকেল সহ জিনিসপত্র চুরি করে পালিয়ে যাওয়া এক নেশায় আসক্ত যুবককে আটক করল জনগণ। ঘটনা শুক্রবার দুপুরে বিশালগড় ব্রিজ সংলগ্ন এলাকায়। পরে বিশালগড় থানার পুলিশ ছুটে এসে ওই যুবক বীরেন্দ্র দেববর্মাকে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে দোকানের মালিক জানান, দীর্ঘ বেশ কয়েকদিন আগে ওই দোকান থেকে আইসক্রিম বিক্রি করার জন্য মালিকের সাইকেল এবং আইসক্রিম বিক্রির বিভিন্ন সামগ্রী ও নগদ ৫০০ টাকা নিয়ে বেরিয়েছিল বীরেন্দ্র দেববর্মা। কিন্তু সারাদিন ঘুরে এদিন আর সে দোকানে ফিরে আসেনি। বহুদিন ধরে তিনি তাকে খুঁজছিলেন। অবশেষে আজ তাকে নাগালে পেয়েছেন তিনি। তার কাছ থেকে নেশা সেবনের বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়েছে।