নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.): ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কম। শুক্রবার আসন্ন প্যারিস অলিম্পিকের ভারতের শেফ-ডি-মিশনের পদ থেকে সরে দাঁড়ালেন।
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষাকে একটি চিঠিতে তার পদ থেকে অব্যাহতি দিতে বলেছেন।
চিঠিতে তিনি লিখেছেন, ‘আমি আমার দেশকে সব উপায়ে সেবা করাকে সম্মান বলে মনে করি এবং আমি এর জন্য মানসিকভাবে তৈরিও ছিলাম। যাইহোক, আমি দুঃখিত এই মর্যাদাপূর্ণ দায়িত্বটি ধরে রাখতে পারব না, ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।’

