আজ থেকে শুরু চাকমা সম্প্রদায়ের বিজু উৎসব

আগরতলা, ১২ এপ্রিল: আজ থেকে হয়েছে শুরু চাকমা সম্প্রদায়ের বিজু উৎসব। তিন দিনব্যাপী এই অনুষ্ঠান নববর্ষ পর্যন্ত চলবে।

প্রসঙ্গত, আজ থেকে শুরু চাকমা সম্প্রদায়ের বিজু উৎসব। তিন দিনব্যাপী চলবে এ অনুষ্ঠান নববর্ষ পর্যন্ত। এভাবেই তাঁরা নববর্ষকে স্বাগত জানাই। আর বিজু উৎসবের প্রথম দিন ফুল বিজু। 

ফুল বিজু মানে চাকমা সম্প্রদায়ের মানুষরা এদিন সকাল সকাল ফুল কুড়িয়ে গঙ্গাঘাটে অর্পণ করে। আজ সকালে রানীর পুকুরে ওই অনুষ্ঠানটি হয়েছে। তারপর তাঁরা রেলি মাধ্যমে বুদ্ধমন্দিরে গিয়ে পূজা অর্পণ করেন।