৪ রানে শিউলির ৭ উইকেট সেমিফাইনাল নিশ্চিত জুটমিলের

মৌচাক-‌‌১৪

জুটমিল-‌১৫/‌০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ১০ উইকেটে দুর্দান্ত জয় জুট মিল কোচিং সেন্টারের। শিউলি একাই সাত উইকেট তুলে নিয়েছে মাত্র চার রানের বিনিময়ে। এই জয়ের সুবাদে সেমিফাইনাল নিশ্চিত জুটমিল কোচিং সেন্টারের। আপাতত ১ ম্যাচ বেশী খেলে ১৪ পয়েন্ট নিয়ে তরুণ সঙ্ঘর সঙ্গে শীর্ষে রয়েছে মনোজিৎ দাসের দল জুটমিল। রান রেটে আপাতত ১ নম্বরে রয়েছে জুটমিল। শেষ ম্যাচে তরুণ সঙ্ঘ খেলবে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা ব্লাডমাউথের বিরুদ্ধে। ওই ম্যাচে যে দল জয় পাবে সে দলই শেষ চারে যাবে। অপর দল ছিটকে যাবে। ফলে শেষ চারে যাওয়া নিশ্চিত জুটমিলের। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলাদের সীমিত ওভারের ক্রিকেটে। শুক্রবার মেলাঘরের শহীদ কাজল ময়দানে মৌচাককে ১০ উইকেটে পরাজিত করে রান রেট বাড়িয়ে নেয় জুটমিল। মৌচাকের গড়া মাত্র ১৪ রানের জবাবে জুটমিল ১১ বল খেলে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের শিউলি চক্রবর্তী ৭ উইকেট দখল করেন। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে শিউলির আগুন ঝরানো বোলিংয়ের সামনে মাথা তুলে দাড়াতে পারেননি কানু দাসের দলের মেয়েরা। ২২ গজে মূলত লুটিয়ে পড়েন ওই সেন্টারের মেয়েরা। দল ৯.‌৫ ওভার ব্যাট করে গুটিয়ে যায় মাত্র ১৪ রানে। দল সর্বোচ্চ ৯ রান পায় অতিইরিক্ত খাতে। দলের ৯ জন ব্যাটসম্যান কোনও রান করতে পারেননি। জুটমিলের পক্ষে শিউলি ৪ রানে ৭ টি এবং নিকিতা সরকার ১ রানে ৩ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে জুটমিল ১.‌৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে শিউলি চক্রবর্তী ১২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রানে এবং নিকিতা দেবনাথ ১ রানে অপরাজিত থেকে যান। ‌শিউলি পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।