ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রাজ্য অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্ট এখন জমজমাট পর্যায়ে। আগামীকাল টুর্নামেন্টের চতুর্থ দিন। অনেকটা গত তিন দিনের মতোই আগামীকালও ৭ জেলার সাত মাঠে সাতটি ম্যাচ অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেট টুর্নামেন্টের। রাজ্যজুড়ে অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটের এই আয়োজন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের। অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হওয়ার পর অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটের এই আসর। এক কথায়, আগামীকালও সাত জেলার সাত মাঠে সাতটি ম্যাচে ১৪টি দল মাঠে নামছে গত তিন দিনের মতোই। তেলিয়ামুড়ায় আমবাসা দল খেলবে তেলিয়ামুড়ার বিরুদ্ধে। রানিরবাজার ক্রিকেট মাঠে মোহনপুর ও জিরানিয়া পরস্পরের মুখোমুখি হবে। বিশালগড়ে সদর এ খেলবে বিশালগড়ের বিরুদ্ধে। ধর্মনগরে লংতরাইভ্যালি ও কমলপুর পরস্পরের বিরুদ্ধে খেলবে। কৈলাশহরে ধর্মনগর ও গন্ডাছড়ার খেলা। উদয়পুরে শান্তির বাজার খেলবে উদয়পুরের বিরুদ্ধে। বিলোনিয়ায় সাব্রুম ও অমরপুর পরস্পরের মুখোমুখি হবে। গ্রুপ লীগের খেলা চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। চার গ্রুপের সেরা চার দল সেমিফাইনালে খেলবে। ইতোমধ্যে উদয়পুর তিনটি ম্যাচ, সদর বি, সদর এ, কৈলাশহর, লংতরাইভ্যালি, বিলোনিয়া দুটি করে ম্যাচ জিতে শেষ চারের লক্ষ্যে এগিয়ে রয়েছে। সেমিফাইনালের লাইনআপ তৈরির জন্য আগামী কালের সাতটি ম্যাচের যথেষ্ট গুরুত্ব রয়েছে।
2024-04-11