হুগলি, ১১ এপ্রিল, (হি.স.): অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের হুগলির উন্নয়ন নিয়ে ‘চারিদিকে ধোঁয়াই ধোঁয়া…’ মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল সামাজিক মাধ্যমে।
হাল না ছেড়ে তিনি যে কোনও অতিরঞ্জিত করে মন্তব্য করেননি তা ‘প্রমাণ’ করার চেষ্টা করলেন হাতেনাতে।
একটি চালকলের চিমনি থেকে ধোঁয়া ওড়ার দৃশ্য দেখিয়ে তাঁর স্পষ্ট দাবি, ‘এটা সিগারেট বিড়ির ধোঁয়া নয় , এটা যন্ত্রের ধোঁয়া। আমি যাতায়াতের পথে সব সময় দেখি।’
গত ১৬ মার্চ প্রথম দিন সিঙ্গুরে প্রচারে এসে রচনা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি যখন রাস্তা দিয়ে আসছিলেন চারিদিকে ধোঁয়া ধোঁয়া দেখেছেন। তিনি বোঝাতে চেয়েছিলেন, বহু কলকারখানা তৈরি হয়ে প্রভূত উন্নতি হয়েছে। তাই চারিপাশে এত ধোঁয়া।
পরে অবশ্য তাঁর এই বক্তব্য নিয়ে একাধিক মিম তৈরি হয়। এরই জবাব দিতে বৃহস্পতিবার পান্ডুয়া যাবার সময় খন্যানের বোসো এলাকায় চালকলের ধোঁয়া দেখে ভিডিয়ো বানিয়ে ফেলেন তিনি। সেটি তুলে ধরে রচনা বলেন, ‘আমাদের হুগলির ধোঁয়া। যে ধোঁয়া আমি যাতায়াতের সময় দেখি, এটা সেই ধোঁয়া। এটা সিগারেট, বিড়ির ধোঁয়া নয়। এটা মেশিনের ধোঁয়া।’
যদিও নির্বাচনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি-র লকেট চট্টোপাধ্যায় প্রতিক্রিয়ায় বলেন, “একটা চিমনির ধোঁয়া দেখে যদি উনি শিল্পায়নের ধারণা করে ফেলেন, কিছু বলার নেই।”