ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে বিধিনিষেধ আরোপ

আগরতলা, ১১ এপ্রিল: ৫১ পিঠের এক পিঠ উদয়পুরস্থিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দির। মায়ের মন্দিরে কোনো ধরনের অশোভনীয় কাজ কোনোভাবেই বাঞ্চিত নয়। 

 ইতিমধ্যেই গোমতী জেলা প্রশাসনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে, মন্দিরকে নিয়ে কোনও প্রকার অশোভনীয় গান কিংবা মন্দির প্রাঙ্গনে নৃত্যের রিলস তৈরি করা এবং সেসব ভিডিও সামাজিক বা অন্য কোনো মাধ্যমে পরিবেশন করা হলে তার বিরুদ্ধে তাকে কঠোর শাস্তি প্রদান করা হবে। সকলকে এধরণের কাজ থেকে বিরত থাকার আহবান জানানো হয় গোমতী জেলা প্রশাসনের তরফে।