আগরতলা, ১১ এপ্রিল: উত্তর ত্রিপুরার ধর্মনগরস্থিত রাজন জুয়েলার্সে প্রকাশ্য দিবালোকে স্বর্ণালংকার চুরি কান্ডের মত ঘটনার পুনরাবৃওি ঘটে পানিসাগর বাজারের ভগবতী জুয়েলারিতে।পরে পুরো ঘটনাটি সিসি ক্যামেরার ফুটেজে পরখ করে পুলিশের দ্বারস্থ হলেন দোকান মালিক।
ঘটনার বিবরণে প্রকাশ গত ছয় এপ্রিল দুপুর একটা একান্ন মিনিট নাগাদ পানিসাগর বাজারস্থিত ভগবতী জুয়েলারি নামক রেডিমেড স্বর্ণের দোকানে ক্রেতা সেজে এক চোর বেশ কিছু স্বর্ণালংকার হাতিয়ে বিশেষ বাহানায় গা ঢাকা দিতে সক্ষম হয়।কিন্তু এতদিন বিষয়টি জুয়েলারি মালিকের নজরে পড়েনি।বর্তমান চৈত্র মাসে দোকানের পুরনো স্টক মিলাতে গিয়ে গতকাল বিষয়টি নজরে পড়ে মালিক পক্ষের।পরে দোকানের সিসি ক্যামেরার ফুটেজ প্রত্যক্ষ করে দেখা যায় যে সেদিন ক্রেতা সেজে আসা ব্যাক্তিটি কৌশলে দোকান থেকে দু জোড়া কানের স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।এ মর্মে আজ পানিসাগর থানায় অজ্ঞাত পরিচয়হীন চুরের বিরুদ্ধে মামলা রুজু করেন উক্ত দোকান মালিক।এবার দেখার বিষয় পুলিশি তদন্তে সিসি ক্যামেরার ফুটেজ দেখে উক্ত চোরকে পাকড়াও করা যায় কি না।

