ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টানা তিন ম্যাচে জয় ছিনিয়ে জয়ের হ্যাটট্রিক উদয়পুরের। পর পর তিন ম্যাচে জয়ের সুবাদে উদয়পুর সেমিফাইনালে পৌঁছার পথ অনেকটা সুগম করে নিয়েছে। গ্রুপের অপর খেলায় বিলোনিয়া পাঁচ উইকেটে সাব্রুমকে পরাজিত করেছে। শান্তির বাজারে বাইখোড়া স্কুল গ্রাউন্ডের খেলায় টস জিতে উদয়পুর প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত ৪৫ ওভারে সাত উইকেট হারিয়ে ২৫৩ রান সংগ্রহ করে। ওপেনার শ্রীমন দেবনাথ ১১১ বল খেলে ১৫টি বাউন্ডারি সহযোগে ১০১ রান সংগ্রহ করে দলের স্কোরকার্ডে বড় স্কোর গড়ার পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। সুবীর বৈদ্যের ৫২ রান এবং শানিত সাহার ৪৩ রানও উল্লেখযোগ্য জবাবে অমরপুরের ইনিংস শেষ হয় ৭৮ রানে, ৪৪.২ ওভার খেলে। উদয়পুরের শ্রীমন সাত রানে এবং কৃষান দাস দশ রানে তিনটি করে উইকেট পেয়েছে।
উত্তর বিলোনিয়া স্কুল গ্রাউন্ডের খেলায় টস জিতে সাব্রুম প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিলেও ব্যাটিং ব্যর্থতার দায়ে ৩০.১ ওভার খেলে ৬৫ রানে ইনিংস গুটিয়ে নেয়। জবাবে বিলোনিয়া ২৪.৩ ওভার খেলে পাঁচ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের পক্ষে তপন ঘোষ বলে-ব্যাটে দারুন পারফরম্যান্স করে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পায়। সতীর্থ কৌশিক নমঃ ও সন্দীপ দেববর্মাও তিনটি করে উইকেট পেয়েছিল।