শিলিগুড়ি, ১০ এপ্রিল (হি.স.) : টোটো চুরির অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতেদর নাম সঞ্জীব দাস (৩৬) ও কার্তিক দাস (৩০)। দুজনেই শিলিগুড়ির বাসিন্দা। ৮ এপ্রিল রাতে ভক্তিনগর থানার অন্তর্গত প্রকাশ নগর থেকে একটি টোটো চুরি হয়। পরের দিন চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়েরের পর ভক্তিনগর থানার পুলিশ তদন্ত শুরু করে। এর পরে বুধবার গভীর রাতে পোকাইজোট থেকে টোটো উদ্ধার করা হয়। একই সঙ্গে টোটো চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। চুরির ঘটনায় পরবর্তী ব্যবস্থা নিতে শুরু করেছে এনজেপি থানার পুলিশ।