শিলিগুড়ি, ১০ এপ্রিল (হি.স.) : শিলিগুড়িতে ট্রাকে করে গবাদি পশু পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় ট্রাক চালককে। ধৃতের নাম জহিরুল ইসলাম। সে অসমের বাসিন্দা। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ট্রাকটিকে আটক করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে পাচারের খবর যায় পুলিশের কাছে। তারা জানতে পারে উত্তর দিনাজপুর থেকে দার্জিলিং হয়ে জলপাইগুড়ির দিকে রওনা দিয়েছে একটি ট্রাক। তাতে ৩৮ টি গবাদি পশু রয়েছে। যার মধ্যে ২৫ টি গাই ও ১৩ টি বাছুর ছিল। খবর পেয়ে ফুলবাড়ি টোল প্লাজা এলাকায় ওঁত পেতে বসেছিল পুলিশ। গভীর রাতে এলাকায় শুরু হয় নাকা তল্লাশি। তল্লাশি অভিযানে ট্রাকটি ধরা পড়ে। চালক কোনও নথি দেখাতে পারেননি। গবাদি পশু নিয়ে যাওয়ার ক্ষেত্রে পশু রফতানি আইন মেনে চলতে হয়। সেরকম কিছু ছিল না বলে খবর। বিহার থেকে অসমে গবাদি পশুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে মনে করছে পুলিশ। গবাদি পশুগুলিকে উদ্ধার করে সরকারি খোঁয়াড়ে পাঠানো হয়েছে। গাড়িটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় নিউ জলপাইগুড়ি থানায়। ধৃতকে বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় আর কারা জড়িত তা নিয়ে তদন্ত করছে পুলিশ।

