হাফলং (অসম), ১০ এপ্রিল (হি.স.) : অসমে লোকসভা নির্বাচন, ২০২৪-এর প্রথম দফার ভোট আগামী ১৯ এপ্রিল। প্রথম দফায় ভোটের জন্য ইতিমধ্যে ঘর থেকে ভোট প্রদান করার প্ৰক্রিয়া শেষ হয়েছে। আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে পশ্চিম কারবি আংলং, কারবি আংলং এবং ডিমা হাসাও জেলাকে নিয়ে গঠিত একমাত্র ৬ নম্বর ডিফু সংসদীয় আসনের অন্তর্গত হাফলং বিধানসভা কেন্দ্রে আগামী ১৩ এবং ১৬ এপ্রিল ঘর থেকে ভোট দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
আজ বুধবার এ নিয়ে এক বিজ্ঞপ্তি জারি করে ঘর থেকে ভোট দেওয়ার জন্য ৮৫ বছর ঊৰ্ধ্ব ভোটার ও বিশেষভাবে সক্ষম ভোটাররা আবেদন করেছিলেন তাঁদের ওই দুদিন বাড়িতে থাকার আহ্বান জানিয়েছেন ডিমা হাসাও জেলার জেলা আয়ুক্ত তথা নির্বাচনী আধিকারিক সীমান্ত কুমার দাস।
আগামী ১৩ ও ১৬ এপ্রিল হাফলং বিধানসভা কেন্দ্রের ৪৮টি সেক্টর এবং ১১৭টি ভোটগ্রহণ কেন্দ্রের অধীনে ৪৮ জন পোলিং অফিসার, বিএলও, পুলিশকর্মী এবং ভিডিওগ্রাফার নিয়োগ করা হয়েছে। ওই সকল ভোটকর্মী আগামী ১৩ ও ১৬ এপ্রিল বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করবেন। ওই দুদিন ৮৫ বছরের ঊৰ্ধ্ব এবং বিশেষভাবে সক্ষম মোট ২৮৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন পোস্টাল ব্যালট সেলের দায়িত্বপ্ৰাপ্ত সহকারী আয়ুক্ত বিপ্লজিৎ পুরকায়স্থ।
উল্লেখ্য, ২০২৩ সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনে ঘর থেকে ভোট ব্যবস্থার মাধ্যমে এক ইতিহাস সৃষ্টি করেছিল নির্বাচন আয়োগ। এবার লোকসভা নির্বাচনেও এই ব্যবস্থা সমগ্র দেশে প্রয়োগ করা হয়েছে।