আহমেদনগর, ১০ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় কুয়োয় পড়ে যাওয়া একটি বিড়ালকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ৫ জন, বিড়ালটিকে বাঁচাতে গিয়েছিলেন ৬ জন, তাঁদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে মহারাষ্ট্রের আহমেদনগরের ওয়াদকি গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানিয়েছে, ওয়াদকি গ্রামে একটি পরিত্যক্ত কুয়োয় (বায়োগ্যাস পিট হিসাবে ব্যবহৃত) পড়ে যায় একটি বিড়াল। সেই বিড়ালকে বাঁচাতে গিয়ে ৫ জন মারা গিয়েছেন। আহমেদনগরের নেভাসা থানার সিনিয়র পুলিশ অফিসার ধনঞ্জয় যাদবের মতে, “উদ্ধারকারী দল ৬ জনের মধ্যে ৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে, যারা একটি বিড়ালকে উদ্ধার করার চেষ্টা করার সময় একটি পরিত্যক্ত কুয়োয় ঝাঁপ দিয়েছিলেন৷ কোমরে দড়ি বেঁধে কূপে ঢুকে পড়া এক ব্যক্তি বেঁচে যায় এবং পরে পুলিশ তাকে উদ্ধার করে। সে কাছাকাছি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার তদন্ত চলছে।”

