নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল:
স্বামীর বাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন এক তরুণী গৃহবধূ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাজধানীর হিন্দি স্কুল সংলগ্ন এলাকায়। আহত গৃহবধুর নাম রিয়া দাস (১৯)। বর্তমানে জিবিপি হাসপাতালে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই গৃহবধূ।
জানা যায় মঙ্গলবার সকালে স্বামী রাহুল দাসের সাথে কামালঘাট লক্ষীপাড়াস্থিত শ্বশুরবাড়ি থেকে রাজধানীর কালি টিলা এলাকায় বাপের বাড়িতে আসছিলেন ওই গৃহবধূ। তখনই দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি। স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আঘাত পেয়েছেন ওই গৃহবধূ। তার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। তার অবস্থা সংকটজনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।