নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল:
মঙ্গলবার টেট পরীক্ষার প্রশ্নপত্রের বিষয়ে শুনানি হয়েছে হাইকোর্টে। টেট ওয়ান এবং ফাইনাল পরীক্ষার উত্তরপত্রে ভুলের কারণে নির্দিষ্ট নাম্বার থেকে বঞ্চিত হয়েছেন পরীক্ষার্থীরা। এই বিষয়ে ত্রিপুরা হাইকোর্টে মামলা করা হয়।
এ বিষয়ে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানিয়েছেন, উক্ত ঘটনায় আজ হাইকোর্ট সিদ্ধান্ত জানিয়েছে। এদিন উচ্চ আদালতের বিচারপতি টি অমরনাথ গৌড় এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের বেঞ্চে মামলাটি ওঠে।
সেখানে দুপক্ষের দীর্ঘ শাওয়াল জবাবের পর উচ্চ আদালতে ডিভিশন বেঞ্চ এই মামলাটির ফের শুনানির জন্য দিনক্ষণ নির্ধারণ করেছেন। আগামী ২৪ এপ্রিল ফের এই মামলার শুনানি হবে। এদিন আবেদনকারীদের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন।