কমিউনিস্টের আমলে সরকারি সুযোগ সুবিধা পেতে জনগণকে মিছিলে যেত হত : প্রতিমা ভৌমিক

আগরতলা, ৯ এপ্রিল : কমিউনিস্টের আমলে সরকারি সুযোগ সুবিধা পেতে জনগণকে মিছিলে যেত হত। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণের দুয়ারে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিচ্ছেন। আজ ধনপুরের কালীকৃষ্ণনগরে আয়োজিত জনসভায় সিপিএমের বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক।

এদিন তিনি বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের শাসনকালে সামাজিক ভাতা ৭০০ টাকা থেকে বেড়ে ২০০০ টাকায় দাঁড়িয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সমাজের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে দিচ্ছে।

এদিন তিনি বলেন, লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী বানানোর লক্ষ্যে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীদিনে শক্তিশালী দেশ নির্মাণ করবেন।