আগরতলা, ৯ এপ্রিল : কংগ্রেসের সহায়তায় কমিউনিস্ট দেশকে বিভাজনের পথে নিয়ে যেতে চাইছে। তারা কোনো ভাবেই দেশের মঙ্গল চায় না। আজ সাংবাদিক সম্মেলনে তা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য।
এদিন তিনি বলেন, দেশকে বিভাজনের দিকে এগিয়ে দিয়েছে কমিউনিস্টরা। আজ সেই কমিউনিস্ট সংবিধান রক্ষার কথা বলছে।এদিন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে একহাত নিয়েছেন। তিনি বলেন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নির্বাচনী জনসভায় বিভ্রান্তিমূলক তথ্য জনগণের নিকট তুলে ধরছেন। ত্রিপুরায় কাজ নেই, খাওয়া নেই এধরণের অসত্য তথ্য জনগণের সম্মুখে তুলে ধরছেন। তাঁর কথায়, সিপিএমের নির্বাচনী জনসভায় অসত্য তথ্য প্রদানে বিরত থাকা উচিত। তাদের বোঝা দরকার তাদের জামান শেষ।
তিনি আরও বলেন, বিগত দিনে সিপিএম থেকে অভিযোগ করত কংগ্রেস ত্রিপুরায় এনএলএফটি তৈরী করেছে। আজ সিপিএমের এতই দুরাবস্থা কংগ্রেসের সাথে গাঁটছড়া বাঁধতে হয়েছে। সিপিএম বৃহত্তর স্বার্থে কংগ্রেসের সাথে জোট করেছে। আসলে সিপিএমের উদ্দ্যেশে দেশে গণতন্ত্র হরণ করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা।
তাঁর কটাক্ষ, কংগ্রেসের সহায়তায় কমিউনিস্ট দেশকে বিভাজনের পথে নিয়ে যেতে চাইছে। তারা কোনো ভাবেই দেশের মঙ্গল চায় না। কিন্তু জনগণের তাদের বিরুদ্ধে সচেতন আছেন।

