দুর্গাপুর, ৮ এপ্রিল (হি.স.) : দুর্গাপুরে তৃণমূলকে কড়া আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি সোমবার দুর্গাপুর ফুলঝোড়ে চা-চক্রে যোগ দিয়ে বলেন, সংখ্যালঘুদের ভোট নিয়ে চিন্তিত নই। সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত। তাদের গণতান্ত্রিক সঙ্গ দেওয়া হয়নি। শাজাহানের মত কিছু দালাল নেতা তৃণমূল দলকে পরিচালনা করছে। ভোট নিয়ে সংখ্যালঘুদের গরিব করে রাখা হয়েছে। তাদের ক্রিমিনাল করে রাখা হয়েছে। মোদী টাকা পাঠাচ্ছেন। সেই টাকা লুট করা হচ্ছে। এখন তারা বিজেপিতে যুক্ত হতে চাইছে। সোমবার দুর্গাপুর ফুলঝোড়ে চা-চক্রে যোগ দিয়ে এমনই দাবী করলেন বিজেপি সাংসদ তথা বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
তিনি এদিন সন্দেশখালি, ভুপতিনগরের ঘটনা নিয়ে বলেন, মধ্যরাতে হোক আর শেষ রাতে চোরেদের বাড়ি ইডি, সিবিআই, এনআইএ যাবেই। মাটির তলা থেকে দোষীদের তাঁরা বের করে আনবেন। যদি বালাকোট, পুলওয়ামা হতে পারে। তাহলে এরাজ্যেও বড় সার্জিক্যাল স্ট্রাইক হবে।