আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে পারে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড

আমেরিকা, ৬ এপ্রিল (হি.স.): জুনে যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই যুক্তরাষ্ট্রের ক্রিকেটে নেমে এসেছে কিছুটা অন্ধকার। কারণ বোর্ডের প্রধান নির্বাহীকে বরখাস্ত এবং নিয়োগ সংক্রান্ত নানারকম দুর্নীতির অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড পরিচালকদের বিরুদ্ধে। আর এসব কারণে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে আইসিসি। জুনে প্রথমবারের মতো আমেরিকাতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ। কিন্তু এই অবস্থায় যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের আধিকারিকরা গভীর চিন্তায়। সম্প্রতি আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে ইউনাইটেড স্টেটস অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটি। ওই চিঠিতে যুক্তরাষ্ট্র ক্রিকেটের ম্যানেজমেন্ট পলিসি এবং কাজের সমালোচনা করা হয়েছে। আর এইজন্য আশানুরূপ উন্নতি হয়নি যুক্তরাষ্ট্রের ক্রিকেটের। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই ভেবে কঠিন সিদ্ধান্ত নেয়নি আইসিসি। তবে বিশ্বকাপের পর আইসিসির নিষেধাজ্ঞা নেমে আসতে পারে যুক্তরাষ্ট্র ক্রিকেটে।