আগরতলা,৬ এপ্রিল : ভারতীয় জনতা পার্টির প্রতি কাঞ্চনপুরবাসীর স্বতঃস্ফূর্ত সাড়া লোকসভা নির্বাচনে বিশাল জয় নিশ্চিত করবে। আজ কাঞ্চনপুরে নির্বাচনী রোডশোর শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দৃঢ় প্রত্যয়ের শুরু একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।
আজ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মার সামথ্যে কাঞ্চনপুরে নির্বাচনী রোডশোর আয়োজন করা হয়েছে। এদিনের রোড শোতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা, মহারানী কৃতি সিং দেববর্মার , মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা।
এদিনের রোডশো শেষে মহারাণী কাঞ্চনপ্রভা দেবীর মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় জনতা পার্টির প্রতি কাঞ্চনপুরবাসীর এই স্বতঃস্ফূর্ত সাড়া বিশাল জয় নিশ্চিত করবে। কাঞ্চনপুরে রোড শোতে জাতি-জনজাতিদের মধ্যে বিপুল উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে।

