জয়পুর, ৬ এপ্রিল (হি.স.) : দেশের ঊর্ধ্বে কেউ নয়, কিন্তু প্রধানমন্ত্রী মোদী নিজেকে মহান মনে করছেন, শনিবার এই মন্তব্য করেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী এবং রাজ্যসভার সদস্য সোনিয়া গান্ধী। তিনি এদিন আরও বলেন, কেউ দেশের উপরে নয়, তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে মহান মনে করেন। এই দেশ গুটিকয়েক মানুষের সম্পত্তি নয়। আমাদের পূর্বপুরুষেরা দেশের জন্য রক্ত দিয়েছেন। জয়পুরের বিদ্যাধরনগর স্টেডিয়ামে কংগ্রেসের ইস্তেহার ‘ন্যায়পত্র’ প্রকাশের পর আয়োজিত জনসভায় ভাষণে একথা বলেন সোনিয়া গান্ধী।
তিনি এদিন আরও বলেন, আমাদের মহান পূর্বপুরুষেরা তাদের সংগ্রামের শক্তিতে দেশের স্বাধীনতার সূর্যকে খুঁজে পেয়েছিলেন। এত বছর পর সেই সূর্যের আলো নিভে গেছে। আমাদের সংকল্প হওয়া উচিত যে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব এবং ন্যায়ের আলো ফিরিয়ে নিয়ে আসবো। গত ১০ বছর ধরে, আমাদের দেশ এমন একটি সরকারের হাতে রয়েছে যারা বেকারত্ব ও অর্থনৈতিক সংকটকে বাড়াতে কোনও কসরত ছাড়েনি। মোদী সরকার যা করেছে তা আমাদের সামনে রয়েছে। তাই এই সময়টা হতাশার ভরা, তবে জেনে রাখুন হতাশার সঙ্গে আশারও জন্ম হয়। আমার পূর্ণ আস্থা রয়েছে যে আমাদের কংগ্রেস সহকর্মীরা তাদের ন্যায়ের প্রদীপ জ্বালিয়ে হাজার হাজার ঝড়-ঝঞ্ঝা মোকাবিলা করে এগিয়ে যাবেন।

