নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র প্রতিষ্ঠা দিবসে দলের সমস্ত কর্মীদের প্রতি শুভেচ্ছা জানালেন দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শনিবার সকালে মাইক্রোব্লগিং সাইট এক্স-এ নাড্ডা লিখেছেন, “ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবসে, আমি দলের সমস্ত বরিষ্ঠ নেতাদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা ত্যাগ, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশব্যাপী সংগঠনকে প্রসারিত করেছেন। প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সমস্ত কর্মীদের আন্তরিক অভিনন্দন জানাই।”
নাড্ডা এক্স-এ আরও লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, সমস্ত বিজেপি কর্মীরা ‘বিকশিত ভারত গড়ার’ অঙ্গীকার নিয়ে আসন্ন সাধারণ নির্বাচনে অভূতপূর্ব বিজয়ের পথে এগিয়ে চলেছেন। বিগত ১০ বছরে মোদীজির নীতি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। আমি দলের প্রত্যেক কর্মীকে মা ভারতীর সর্বাত্মক অগ্রগতির জন্য নিজ নিজ কর্তব্য পালনের আবেদন জানাই।”