পশ্চিম বর্ধমান, ৬ এপ্রিল (হি.স.): শনিবার সকালে দিলীপ ঘোষের মতো প্রাতঃভ্রমণে বেরিয়ে বিস্ফোরক দাবি করলেন বর্ধমান-দুর্গাপুরে কেন্দ্রের তৃণমূল প্রার্থী, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ।
কীর্তির দাবি, “টিম শুভেন্দু অধিকারী হারিয়ে দেবে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে।” কীর্তির আরও দাবি, “আমার কাছে এ ব্যাপারে অনেক তথ্য আছে। সময় মতো সবটা জানাব!”
এখানেই না থেমে কীর্তির আরও দাবি, “দিলীপ ঘোষও বিষয়টা জানেন। সেটা বুঝতে পেরেই দিলীপ সাত সমুদ্র পাড় করে আন্দামান চলে গেছেন!”
জবাবে পাল্টা তোপ দেগেছেন দিলীপ ঘোষও। মেদিনীপুরের বিদায়ী সাংসদ বলেন, “ওনাকে তৃণমূল এমন ফাঁসিয়েছে, উনি আর বেরোতে পারছেন না। রেজাল্ট হলে বুঝতে পারবেন, কঠিন ফাঁদে পা দিয়েছেন। ওনার দল ওনাকে সাহায্য করছে না। আমি যদি উল্টে বলি, ওনার দলের লোকেরা আমাকে সাহায্য করছে!”
খানিক থেমে দিলীপবাবু যোগ করেন, “কীর্তি আজাদ, আপনি বাংলায় নতুন, এখানকার রাজনীতি বুঝতে আপনার সময় লাগবে।” আন্দামান প্রসঙ্গে দিলীপের প্রতিক্রিয়া, “আরে আন্দামান আমার পুরোনো জায়গা। একদিনের জন্য আজ যাচ্ছি। কাল ফিরে আসব।”