অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটে অনীক, অর্ঘ্যের পারফরম্যান্সে কৈলাসহর ও এলটিভি জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেট শুরু হয়েছে। সি-গ্রুপের খেলায় কৈলাসহর দল এবং লংতরাই ভ্যালি জয়ী হয়েছে। কৈলাসহরের আর কেআই গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে কৈলাশহর ৪৪ রানের ব্যবধানে কমলপুর কে পরাজিত করেছে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে কমলপুর প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ৪০.৩ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে কমলপুর ৩০.৫ ওভার খেলে ৯৯ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। বিজয়ী দলের রাজন সিনহার ৩৮ রান এবং বিনীত যাদবের ৩৭ রান উল্লেখযোগ্য। তবে ওপেনার অনীক দে ১৯ রান সংগ্রহের পাশাপাশি বোলিংয়ে তিনটি উইকেট পেয়ে প্লেয়ার অফ দ্যা ম্যাচের স্বীকৃতি পায়।  এছাড়া, কমলপুরের শুভম দাস ৩৮ রান সংগ্রহ করে এবং ধ্রুবজিৎ ও প্রান্তিক  তিনটি করে উইকেট পেয়ে বেশ নজর কেড়েছে।

ধর্মনগর কলেজ গ্রাউন্ডে অনুষ্ঠিত গ্রুপের অপর খেলায় লংতরাই ভ্যালি দল ৯৯ রানের বিশাল ব্যবধানে ধর্মনগর দলকে পরাজিত করেছে। টস জিতে এলটিভি প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ৪৪.৪ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে অর্ঘ্যদীপ চৌধুরীর  দুর্দান্ত ৭৯ রান উল্লেখযোগ্য। অর্ঘ্য ১০৩ বল খেলে ১০ টি বাউন্ডারি  হাঁকিয়ে ৭৯ রান সংগ্রহ করে দলের স্কোর সমৃদ্ধ করার পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। জবাবে ধর্মনগর ২৬.৩ ওভার খেলে ৭০ রানে ইনিংস শেষ করতে বাধ্য হয়। বিজয়ী দলের অমরেশ সিংহ ১৫ রানে চারটি উইকেট তুলে নিয়ে জয়ের পথ সুগম করে তুলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *