ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টানা চার ম্যাচে জয়। জয়ের ধারা অক্ষুণ্ন রেখে সমীরন চক্রবর্তীর স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে জয়নগর ক্রিকেট ক্লাব। ইউ বি এস টি-র বিজয়রথ
থামিয়ে দিলো জে সি সি। এককথায়, হোঁচট খেলো ইউনাইটেড বি এস টি। জয়ের হ্যাটট্রিক করার স্বপ্ন অধরা রইলো। হারলো জে সি সি-র বিরুদ্ধে। টানা ৪ ম্যাচে জয় পেয়ে শীর্ষে থেকে গেলো বিশ্বজিৎ পালের দল জে সি সি। সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-২০ ক্রিকেটে। পুলিশ ট্রেণিং আকাদেমি মাঠে শনিবার দুপুরে জে সি সি ১১৩ রানে পরাজিত করে ইউনাইটেড বি এস টি-কে। দুপুরে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে জে সি সি ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান করে। দলের পক্ষে হিমাংশু সিং ৪৬ বল খেলে ১২ টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৯, শুভম রাই ১৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০, অভিনব ভাট ১৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। জবাবে খেলতে নেমে পারভেজ সুলতানের ভেলকিতে মাত্র ৬১ রানে গুটিয়ে যায় ইউ বি এস টি। দলের পক্ষে রামপ্রসাদ সিং ১৪, শতদীপ সাহা ১০ রান করেন। জে সি সি-র পক্ষে পারভেজ সুলতান ৯ রানে ৪ টি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া, চৌধুরি জুনেদ কালাম ১ রানে ২ টি উইকেট দখল করেন।