কংগ্রেস যেখানে থাকে সেখানে বিকাশ সম্ভবই নয় : প্রধানমন্ত্রী

আজমের, ৬ এপ্রিল (হি.স.): কংগ্রেস যেখানে থাকে সেখানে বিকাশ সম্ভবই নয়। অভিযোগ করলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার রাজস্থানের আজমের-এ নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “যেখানে কংগ্রেস থাকে সেখানে উন্নয়ন হতে পারে না। কংগ্রেস কখনই গরিবদের কথা চিন্তা করেনি অথবা বঞ্চিত, শোষিত ও যুবকদের কথা ভাবেনি। কংগ্রেসকে পরিবারতান্ত্রিক ও দুর্নীতিগ্রস্ত দল বলেও আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, গতকাল কংগ্রেস পার্টি মিথ্যার বান্ডিল প্রকাশ করেছে, তাদের ইস্তেহার প্রকাশ করেছে। প্রতিটি পাতায় ভারত ভেঙে ফেলার গন্ধ। স্বাধীনতার সময় মুসলিম লীগে যে চিন্তাভাবনা ছিল কংগ্রেসের ইস্তেহারে সেই একই চিন্তাভাবনা প্রতিফলিত হয়েছে। মোদী বলেছেন, কংগ্রেস তৎকালীন মুসলিম লীগের চিন্তাধারা বর্তমান ভারতের ওপর চাপিয়ে দিতে চায়। এখন কংগ্রেসের কোনও নীতি অবশিষ্ট নেই। মনে হচ্ছে কংগ্রেস সবই চুক্তিতে দিয়েছে, পুরো কংগ্রেস পার্টিকে আউটসোর্স করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *