আগরতলা, ৬ এপ্রিল: ত্রিপুরার দুইটি লোকসভা আসনে ভোট প্রচারে ৪০ জন প্রচারকদের তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। নির্বাচনী প্রচারে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, সহ অন্যান্য নেতৃত্বরা আসতে চলছে। আজ কংগ্রেসের তরফ থেকে তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করে এই সংবাদ জানিয়েছে।
প্রচারকদের তালিকায় যারা রয়েছে তাঁরা হলেন,কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কে সি ভেনুগোপাল।
তাছাড়া রাজ্যে প্রচারে থাকছেন অজয় কুমার, সচিন পাইলট, রণদীপ সিং সুরজেওয়ালা, জয়রাম রমেশ,গিরিশ চৌদঙ্কর সহ আরও নেতৃত্বরা।